ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১০ আগস্ট)।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমকর্মীদের আলমগীর কবির জানান, লঞ্চ মালিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা জানিয়েছে শুক্রবার থেকে লঞ্চের কেবিনগুলোর অগ্রিম টিকিট বুকিং নেবে।রিশাল, পুটয়াখালী, ঝালকাঠি, ভোলাসহ দক্ষিণাঞ্চলের যাত্রীরা আগামী ১৫ আগস্টের টিকিট বুক করতে পারবেন। টিকিট হাতে পাবেন যাত্রার দিন।

অগ্রিম এই টিকিট বুকিং নির্ধারিত কাউন্টারে বসে দেওয়া হবে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন ভোলাগামী লঞ্চগুলোর প্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়। বরিশাল, ঝালকাঠির ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হয়। আর বাদ বাকি যা থাকে তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঞ্চে বসেই বিক্রি করতে পারে। ৫০ বছর ধরে চলা সিস্টেম তো আর একদিনে পরিবর্তন সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে একাধিক লঞ্চের ম্যানেজার বলেন, বরিশালগামী প্রায় সব লঞ্চের হেড অফিস বরিশালে। তাই আমাদের যা টিকিট বিক্রির তা ওইখানেই হয়ে যায়। কিন্তু কর্তৃপক্ষের জোরাজুরিতে এখানে বসতে হয়। তাই এখানে কত সংখ্যক কেবিনের বুকিং নিতে পারবে লঞ্চগুলো তা বলা সম্ভব নয়।

আজকের বাজার/এমএইচ