উদ্বোধনী প্রদর্শনীতে ‘ট্রায়াল অব সূর্য সেন

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মাস্টার দা সূর্যসেনকে নিয়ে ঢাকা পদাতিক মঞ্চে আনছে নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হতে যাচ্ছে উদ্বোধনী মঞ্চায়ন।

‘ট্রায়াল অব সূর্য সেন’ ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় আছেন মাসুম আজিজ।

ঐতিহাসিক ঘটনা নির্ভর এ নাটকে সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, বাঙালি উকিলসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে।

অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, ফিরোজ হোসাইন, আক্তার হোসেনসহ অনেকে।

‘ট্রায়াল অব সূর্য সেন’-এর উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ঢাকা পদাতিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, ঢাকা পদাতিকের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসাইন।

আজকের বাজার: সালি / ২৪ জানুয়ারি ২০১৮