‘চন্ডিকা তো রান করবে না, উইকেটও নেবে না’

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ। জিম্বাবুয়ে ছাড়াও টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত বছর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা খুব বাজে সময় কাটিয়েছে। তখন শ্রীলঙ্কার মিডিয়াই বলছিল, ওটা তাদের ইতিহাসের সবচেয়ে বাজে দল। তবে সেই শ্রীলঙ্কার কিন্তু বাংলাদেশের মাঠে সাফল্য বেশ ঈর্ষণীয়। এর মাঝে তাদের প্রতিপক্ষের জন্য যুক্ত হয়েছে নতুন দুশ্চিন্তা। নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। যিনি কিছুদিন আগেই ছেড়েছেন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব। তাই টাইগারদের দুর্বলতা তার ভালোই জানা। খেলোয়াড়দের খুব ভালোভাবে জানেন। এমনকি কন্ডিশনও। কিন্তু এসব ফ্যাক্টরকে শুধু নয়, হাথুরুসিংহেকেও এক অর্থে পাত্তা দিলেন না বাংলাদেশের সহকারী কোচ রিচার্ড হ্যালসাল। সরাসরি বলে দিলেন তামিম-সাকিবদের মতো তো মাঠে গিয়ে শ্রীলঙ্কা দলের হয়ে ব্যাটিং-বোলিং করে আসতে পারবেন না হাথুরুসিংহে!

শ্রীলঙ্কার মতো জিম্বাবুয়ের কোচও একসময় বাংলাদেশের কোচ ছিলেন। হিথ স্ট্রিক টাইগারদের বোলিং কোচ হিসেবে কাটিয়েছেন প্রায় আড়াই বছর। দুশ্চিন্তা ছিলো তাকে নিয়েও। তার বাংলাদেশ বিশ্লেষণ নিয়ে। কিন্তু মাঠের খেলায় সোমবার জিম্বাবুয়েকে উড়িয়েই দিয়েছে টাইগাররা। দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাই তাদের উদাহরণ টেনেই হ্যালসাল মঙ্গলবার তার সাবেক প্রধান কোচের প্রসঙ্গ এলে সাফ বলে দিলেন, ‘সে খুব ভালো একজন কোচ। কিন্তু গত রাতে (সোমবার) আপনি দেখেছেন, তামিম ইকবাল রান করেছে, সাকিব আল হাসান উইকেট নিয়েছে। চন্ডিকা (হাথুরুসিংহে) রান করতে পারবে না কিংবা উইকেটও নিতে পারবে না।’

গত বছরে নিজেদের মতো পারফর্ম করতে পারেনি শ্রীলঙ্কা। নিজেদের মাটিতেও দলটি ছিল শ্রীহীন। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে নিদারুণ সমালোচনার মুখে পড়েছিল। তবে শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে কোনোভাবেই ছোটো করে দেখার উপায় নেই। নিজেদের দিনে তারা কি করতে পারে তা ভালো করেই জানে বাংলাদেশ। সতর্ক হ্যালসাল তাই বলে যান, ‘শ্রীলঙ্কা যখন তাদের সেরাটা খেলে তখন তারা বেশ শক্তিশালী দল। আমরা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি যখন তারা ভারতকে হারিয়েছিল। আমরা জানি তারা কিভাবে খেলে, যদিও সাম্প্রতিক সময়ে তারা ভালো খেলছে না। এর মানে এই না যে তাদের দিনে তারা ভালো খেলতে পারবে না। তাদের বেশ কজন দুর্দান্ত খেলোয়াড় আছে যেমন ম্যাথুজ, লাকমাল। তাদের একটি বাজে বছর গিয়েছে কিন্তু তারা ভালো দল।’

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কোচ হাথুরুসিংহে হুট করে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কায় যোগ দেওয়ায় ম্যাচটি শুধু মাঠের লড়াই-ই নয়, পরিণত হয়েছে সন্মানের লড়াইয়েও।
আজকের বাজার: সালি / ১৬ জানুয়ারি ২০১৮