টি-টুয়েন্টি নিয়ে একি বললেন শাস্ত্রি!

Bengaluru : Indian Cricket Team Director Ravi Shashtri addresses media during the training camp for the upcoming series against South Africa at NCA in Bengaluru on Friday. PTI Photo by Shailendra Bhojak (PTI9_25_2015_000099B)

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভারত। তিন ম্যাচের সিরিজে মাত্র দ্বিতীয়বারের মত প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে দলটি। রেকর্ডও গড়েছে কিছু। যুগ্মভাবে টি-টুয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখন ভারতের। আর যুগ্মভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক সিরিজে দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মার। কিন্তু কোহলি-ধোনিদের হেড কোচ রবি শাস্ত্রির কন্ঠে ভিন্ন সুর। সাবেক ভারতীয় এই ক্রিকেটারের কাছে টি-টুয়েন্টি কোন বিষয়ই নয়।
দলগত ও বক্তিগত পারফরম্যান্সের দিক থেকে দারুণ একটি বছরই কাটিয়েছে ভারত। তাদের সবচেয়ে বড় ব্যর্থতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারা। এর বাইরে তারা একম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়া টেস্ট-ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে বাকি ১৫টি সিরিজের সবকটিতেই অপরাজিত কোহলি-ধোনিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টুয়েন্টি সিরিজ ড্র হয়েছে। মোট ৬টি টি-টুয়েন্টি সিরিজে ১৩টি ম্যাচ খেলেছে ভারত, যেখানে জয় ৯টিতে। এত দারুণ পারফরম্যান্সের পরও শাস্ত্রির মন্তব্য,‘টি-টোয়েন্টি? আমরা কেয়ার করি না। হার কিংবা জয়ে কোনো কিছু যায়-আসে না।’ তবে তরুণদের জন্য একটি ইতিবাচক মন্তব্য করেছেন তিনি, ‘তরুণদের এখানে সুযোগ দিলে ২০১৯ সালে (বিশ্বকাপ) কারা থাকতে পারবে, সেটা বোঝা যাবে।’
আজকের বাজার: সালি / ২৭ ডিসেম্বর ২০১৭