নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

তিন ম্যাচ টেস্ট সিরিজের সবগুলো জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে সফরকারী কিউইদের বিপক্ষে ২৭৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অজিরা।

তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ৪৫৪ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৫৬ রানে অল আউট হয়ে কোনরকমে ফলো অন এড়ায় নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ২১৭ রানে ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক। ৪১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় কিউইরা।

এর আগে পার্থে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ছিল দিবা-রাত্রির। সে ম্যাচে ২৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও দলীয় নৈপুণ্যে ২৪৭ রানে জয় তুলে নিয়েছিল টিম পেইনের দল।

এ ম্যাচে ডাবল সেঞ্চুরি করা লাবুশানে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এছাড়া পুরো সিরিজেই দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এ টেস্ট সিরিজ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় স্থান আরো সুসংহত হয়েছে অজিদের। ১০ ম্যাচে ৭ জয় ও ২ হারে তাদের পয়েন্ট ২৯৬। সাত ম্যাচের সবগুলো জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। দুই ম্যাচ খেলে ফেললেও এখনো কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। আছে পয়েন্ট টেবিলের তলানীতে।

আজকের বাজার/আরিফ