বিশ্বকাপ খেলতে যুবারা রাতেই দেশ ছাড়ছে

২০১৮ সালে নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। ১৬ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। এদিকে বিশ্বকাপে অংশ নিতে সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্রাইস্টচার্চের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে যাবার আগে আজ (সোমবার) বিকেল ৪টায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এক আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় পুরো বাংলাদেশ দল। ফটোসেশন ও অন্যান্য আনুষ্ঠানিক কাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হোন দলের ক্রিকেটাররা।

অধিনায়ক সাইফ হাসান নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘লক্ষ্যটা থাকবে আমাদের এক নাম্বারে। কিন্তু আমরা ধাপে ধাপে আগাব। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। ওখানে আমরা যদি প্রথম রাউন্ড খেলে উঠতে পারি তো অবশ্যই আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চেষ্টা করবো।’

এদিকে অনেকদিন থেকেই একসাথে খেলছে এই দলে থাকা ক্রিকেটাররা। এটাই নিজেদের বড় শক্তি বলে জানিয়েছেন সাইফ, ‘আমরা এই ব্যাচটা অনেক দিন ধরে আছি। আমাদের কম্বিনেশন ও পরস্পরের প্রতি যোগাযোগ অনেক ভাল। এটাই আমাদের স্ট্রেংথ।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন আফিফ হোসেন। নিউজিল্যান্ড থেকে ভালো কিছু নিয়েই ফেরার কথা জানিয়েছেন আফিফ, ‘আমাদের লক্ষ্য থাকবে সেরাটি দিয়ে দলকে ভাল কিছু উপহার দেওয়া। আমরা সবাই যদি ভালভাবে নিজেদের সেরাটি দিতে পারি তাহলে ভাল কিছু নিয়েই দেশে ফিরতে পারবো।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ১৩ই জানুয়ারি। এর পূর্বে নিউজিল্যান্ডের ডানেডিনে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবে সাইফরা।

এক নজরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো :
১৩ জানুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া
১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম কানাডা
১৮ জানুয়ারি : বাংলাদেশ বনাম ইংল্যান্ড

এক নজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:
সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন (সহ-অধিনায়ক) পিনাক ঘোষ, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, আমিনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম অঙ্কন, শাকিল হোসেন, রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক, রনি হোসেন, হাসান মাহমুদ ও টিপু সুলতান।
আজকের বাজার: সালি / ২৫ ডিসেম্বর ২০১৭