বৃষ্টিতে ভেসে গেল মালিঙ্গা-কোহলির ম্যাচ

Virat Kohli Captain of India and Shikhar Dhawan of India inspect the pitch before the start of 1st T20 International match between India and Sri Lanka held at the Barsapara Cricket Ground, Guwahati on the 5th January 2020.Photo by Deepak Malik / Sportzpics for BCCI

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে এরপরই বাঁধ সাধে প্রকৃতি, বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ। মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

গুয়াহাটিতে ম্যাচের দিন দুপুরেও বৃষ্টি হয়েছিল। তবে টসের আগেই থেমে যায় সে বৃষ্টি। পরিষ্কার আকাশের নিচেই টস করেন দুই অধিনায়ক। কিন্তু এরপরই হঠাত পাল্টে যায় গুয়াহাটির আবহাওয়া। বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থামলেও আর খেলা মাঠে গড়াতে পারেনি। কভারের ভেতর দিয়ে পিচে পানি ঢুকে যাওয়ার মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে ভারত ও শ্রীলঙ্কার বছরের প্রথম ম্যাচ শেষ হলো মাঠে গড়ানোর আগেই।

এ সফরে আরও দুটি টি-টুয়েন্টি খেলবে দল দুটি। এরপর ৭ জানুয়ারি হলকার স্টেডিয়ামে দ্বিতীয় ও ১০ জানুয়ারি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তৃতীয় টি-টুয়েন্টি খেলবে দল দুটি।

আজকের বাজার/আরিফ