বেড়েছে ২৩ বিমা কোম্পানির ইপিএস

পুঁজিবাজরে তালিকাভুক্ত বিমা কোম্পানির অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ১৮) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে আগের বছরের চেয়ে চলতি বছর অধিকাংশ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পুঁজিবাজারে বিমা খাতে মোট ৪৭টি কোম্পানি তালিকাভুক্ত। আলোচ্য সময়ে (জানুয়ারি-জুন,১৭) এর মধ্যে ২৩টি সাধারণ বিমা কোম্পানির আয় বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে বেশি ইপিএস বেড়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির। গত জুন শেষে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২২ পয়সা, আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৬৫ পয়সা। সেই হিসাবে ইপিএস বেড়েছে ৩৪.৫৪ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা, আগের বছর একই সময়ে তা ছিল ২ টাকা ২৬ পয়সা। সেই হিসাবে ইপিএস বেড়েছে ২৫.২২ শতাংশ।

এরপরেই আছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত জুন, ১৮ শেষে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ২৩ পয়সা। সেই হিসাবে ইপিএস বেড়েছে ২৯.২৭ শতাংশ।

এছাড়া কন্টিনেন্টাল, প্রগতি, নিটল, রূপালী, ইস্টার্ন, বাংলাদেশ ন্যাশনাল, স্ট্যান্ডার্ড, প্রভাতী, সোনার বাংলা, মার্কেন্টাইল, সেন্ট্রাল, এশিয়া প্যাসিফিক, অগ্রণী, কর্ণফুলী, জনতা, ইসলামী, গ্লোবাল, ফেডারেল, ঢাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির ইপিএস বেড়েছে।