রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি,জানালেন আইনমন্ত্রী

রাষ্ট্রপতি পদে  আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। । সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে ।গতকাল সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

চলতি বছরের ২৩ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বে মো. আবদুল হামিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে । সংবিধানে চলতি মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান রয়েছে। সে অনুযায়ী দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৪ জানুয়ারি থেকে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার আগে আগামী এক মাসের মধ্যে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকে। সে অনুযায়ী নির্বাচন কমিশন ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলেও জানান আইনমন্ত্রী । স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে কমিশন তফসিল ঘোষণা করা হবে।

আজকের বাজার:এসএস/২৩জানুয়ারি ২০১৮