শেষ ম্যাচে কুমিল্লাকে ১৪২ রানের টার্গেট দিল সিলেট

নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে সিলেট থান্ডার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান তোলে সিলেট।

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। ইনিংসের শুরু থেকেই ধীরগতিতে খেলতে থাকে সিলেটের ব্যাটসম্যানরা। ৫.২ ওভারে ২৭ রান তুলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ২৫ বলে ২২ রান করে আল-আমিন হোসেনের বলে আবু হায়দারের হাতে ধরা পড়েন অধিনায়ক আন্দ্রে ফ্লেচার।

ওয়ানডাউনে নামা জনসন চার্লসের ব্যাটে কিছুটা গতি ফেরে সিলেটের ব্যাটে। দলীয় ৬৪ রানের মাথায় ১৫ বলে ২৬ রান করে ফিরে যান চার্লস।

আরেক ওপেনার কিছুটা মারমুখী হয়ে খেলতে থাকলেও মোহাম্মদ মিথুনের কচ্ছপগতির ব্যাটিংয়ে তা ভাটা পড়ে যায়। ১০৮ রানের মাথায় ফিরে যান ধুঁকতে থাকা মিথুন। ২৫ বলে ১৮ রান করেন তিনি।

এরপর ১১ বলে ২৩ রান করে সিলেটের রানের চাকা কিছুটা সচল করেন লংকান ব্যাটসম্যান জীবন মেন্ডিস। মেন্ডিসের বিদায়ের পরের বলেই ওপেনার আবদুল মজিদকেও সাজঘরে পাঠান ডেভিড উইসি। ৪০ বলে ৪৫ রান করেন মজিদ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে পারে সিলেট থান্ডার। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড উইসি ও আল-আমিন হোসেন।

আজকের বাজার/আরিফ