সরকারি চাকুরের পেনশন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সরকারি চাকরিজীবীদের পেনশন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান খান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী পিআরএলে যাওয়ার তিন বছর আগের কোনো কাগজপত্র, রেকর্ড বা না-দাবি প্রত্যয়নপত্র তার কাছে চাওয়া যাবে না।

এতে বলা হয়, ‘অবসরগ্রহণকারী সরকারি কর্মচারী এবং তাদের মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবারের পেনশন আবেদন দ্রুততার সঙ্গে নিষ্পত্তির জন্য ২০০৯ সালের ২৭ জানুয়ারি এক স্মারকে নির্দেশ দেয়া হয়েছিল। এতে বলা হয়েছিল, বেসামরিক সরকারি কর্মচারীদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ-সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ আদেশ, ২০০৯ জারি করা হয়। ওই আদেশের ২.০৬ (ক) অনুচ্ছেদে বিধান রয়েছে- এলপিআরে যাওয়ার আগের তিন বছরের রেকর্ডের ভিত্তিতে তাহার কাছে সরকারের দেনা/পাওনা অগ্রিম হিসাব করিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে না-দাবি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন।’

জারি হওয়া নির্দেশনায় বলা হয়েছে, ‘লক্ষ করা যাচ্ছে যে, কোনো কেনো মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা/সিজিএ কার্যালয় কর্তৃক সরকারের ওই আদেশের ব্যত্যয় ঘটিয়ে সমগ্র চাকরিজীবনের রেকর্ড/কাগজপত্র পেনশনারের কাছে চাওয়া হচ্ছে, যা অভিপ্রেত নয়। ফলে পেনশনারদের হয়রানির পাশাপাশি পেনশন কেইসগুলো নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়।’

এ পরিস্থিতিতে, উল্লিখিত আদেশের ২.০৬ (ক) বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীর এলপিআরে যাওয়ার তারিখের পূর্ববতী তিন বছরের রেকর্ড/না-দাবি প্রত্যয়নপত্রের ভিত্তিতে পেনশন আবেদন নিষ্পত্তি করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো। ওই তিন বছরের আগের কোনো কাগজপত্র/রেকর্ড/না-দাবি প্রত্যয়নপত্র পেনশনারের কাছে চাওয়া যাবে না।

এমআর/