১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে সৌদি আরবে

একসঙ্গে ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনা করছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, আগামি শিক্ষাবর্ষ থেকে এত বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান একত্রীকরণ কিংবা বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রতিবেদনে বলা হয়, বন্ধের পরিকল্পনার আওতায় আসা শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগেই শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২০ জন। এসব প্রতিষ্ঠানে শিক্ষকদের সংখ্যাও ৪ থেকে ৬ জন। এছাড়া প্রতি শিক্ষার্থীর পেছনে বার্ষিক দুই লাখ সৌদি রিয়েল (বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ লাখ ২৫ হাজার) খরচ করে সরকার। এতে অর্থনৈতিক দিক দিয়ে লাভ তো দূরের কথা মন্দাই যেন দেখছেন কর্তৃপক্ষ।

এদিকে ২০১৪ সালের এক পরিসংখ্যা অনুযায়ী, সরকারি ২৪ হাজার স্কুলের মধ্যে ৯ হাজার ৫৫৩টি স্কুলের শিক্ষার্থী সংখ্যা শতকের নিচে।

এ বিষয়ে সৌদি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে দেখছেন এবং শিক্ষার্থীদের পাঠদানে দক্ষ প্রতিষ্ঠান গড়তে যা করার দরকার তাই করবে সৌদি সরকার।

এস/