গ্রেনেড হামলার রায়ের সময় বিদ্যুৎ বিভ্রাট, বরখাস্ত ৪

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায়ের সময় এক ঘণ্টার মধ্যে দুই দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) লালবাগ নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিসের (এনওসি) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ডিপিডিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত ওই মামলার রায় ঘোষণা করতে বুধবার ১১টা ৩৫ মিনিটে আদালতের এজলাসে বিচারক বসার কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। বিচারক যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিভিন্ন আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করছিলেন, তখনও বিদ্যুৎ ছিল না। দীর্ঘসময় পর বিদ্যুৎ এলেও কয়েক মিনিট পর আবার চলে যায়।

প্রথমবার ১১টা ৪২ মিনিট থেকে ১২টা ৩ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এর পর মেরামত করার পর আবার পাশের তারে শর্টসার্কিটের কারণে আগুন লাগে। এতে আবারও ৫ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

এ ঘটনায় ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার সরওয়ার এ কায়নাত নূরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

সেইসাথে বিদ্যুৎ বিভাগ থেকেও চার সদস্যের কমিটি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ফয়জুল আমিনকে প্রধান করে এ কমিটি করা হয়। ডিপিডিসির গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন- লালবাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (এসি) শাহজাহান আলী খান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আহসানুজ্জামান, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার সাইদ হোসেন ও উপসহকারী পরিচালক মো. আবুল হোসেন।

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে ডিপিডিসির পরিচালক (অপারেশন) হারুন অর রশিদ জানান, কমলদহ ফিডার ট্রিপ করায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পরে তা চালু হলেও আবার লালবাগ থানার কাছে বিতরণ লাইনে আগুন ধরে যায়।

উল্লেখ্য, আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪৯ আসামির মধ্যে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আজকের বাজার/এমএইচ