দীর্ঘদিন পর ‘‘রূপকথা নয়’’ নিয়ে আবারো আফসানা মিমি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উন্নয়ন উদ্যোগের প্রান্তিক পর্যায়ের মানুষের সাফল্যকে উপজীব্য করে নর্মিত টেলিছবিটির নাম ‘‘রূপকথা নয়’’ ।

হারুন রশীদ রচিত রূপকথা নয়’’ টেলিছবিটি নির্মাণ করেছেন গুণী অভিনেত্রী ও নাট্যনির্মাতা আফসানা মিমি।

এই টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সদ্য প্রয়াত নাজমুল হুদা বাচ্চু, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সাঈদ বাবু, সানজিদা প্রীতি, শর্মীমালা, জাহাঙ্গীর, সঙ্গীতা, রিয়াদ, আফসানা মিমির প্রতিষ্ঠান বিএফটিএর শিক্ষার্থী আরিয়ান, হামিদ, সজীব, কামাল, মতিন, রাজু, মিলন, জাহিদ, পুষ্পিতা এবং বিএফটিএর ইচ্ছেতলার শক্ষার্থী পৃথা।

টেলিছবিটি নির্মাণ প্রসঙ্গে আফসানা মিমি বলেন ‘‘যেহেতু রমজান মাসে এর শুটিং হয়েছে এবং সে সময় ঝড়-বৃষ্টি ছিল, তাই কাজটি শেষ করতে সবারই খুব কষ্ট হয়েছে। আমি একক নাটক বা টেলিছবি নির্মাণ করতে খুব পছন্দ করি। যে কারণে এই কাজটি করতে গিয়েও আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু কাজ শেষে যখন এডিটিং প্যানেলে বসি, তখন বারবারই মনে হয়, আরও একটু ভালো হতে পারত। তার পরও যা দাঁড়িয়েছে, তা নিয়ে আমি খুব আশাবাদী।’’

চলতি মাসের যে কোনো সময়ে ‘‘রূপকথা নয়’’ নামের এই টেলিছবি বিটিভিতে প্রচার হবে বলেও জানান মিমি।

আজকের বাজার: সালি/৫ জুলাই ২০১৭