মার্কেন্টাইল ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আগামী ১১ এপ্রিল, বুধবার  স্পট মার্কেট যাচ্ছে । লেনদেন চলবে ১২ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৫ এপ্রিল, রোববার কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির লেনদেন স্থগিত রাখবে।

২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এরমধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। তার আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ বোনাস লভ্যাশ দিয়েছিলো।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ২৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/