সিআইপি মর্যাদা পেলেন তানভীর আহমেদ

২০১৫ সালে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ) মর্যাদা পেলেন এনভয় গ্রুপ ও শেলটেক লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ। রফতানিখাতে অবদানের জন্য তিনি এ মর্যাদা লাভ করেন। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য মনোনীতদের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যবসায়ীকেকে সিআইপি সম্মানে ভূষিত করেছে সরকার। এর মধ্যে ১৯ টি খাতে পন্য রফতানির জন্য ১৩৬জনকে এবং ব্যবসা-বাণিজ্যে অবদান বিবেচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ৪২জনকে সিআইপি কার্ড দেয়া হয়। সিআইপিরা সচিবালয়ে প্রবেশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রন সহ, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদ টেক্সটাইল, সিরামিকস, আবাসন, হোটেলসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। উল্লেখ্য, তিনি সফল ব্যবসায়ী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদের ছেলে।