আন্তর্জাতিক খেলোয়াড় থেকে দেশের প্রেসিডেন্ট!

এক সময়ের জনপ্রিয় ফুটবলার জর্জ ওয়েহ-ই হলেন লাইবেরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট। বৃহস্পতিবার দেশটির জাতীয় নির্বাচনে ৬১.৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

ফুটবল পায়ে জর্জ মাঠ শাসন করেছেন এসি মিলান ও চেলসিয়ার মত শক্তিশালী ক্লাবের খেলোয়াড় হিসেবে। খেলেছেন প্যারিস সেন্ট-জারমেইনের হয়েও। এখন পর্যন্ত জর্জ একমাত্র আফ্রিকান খেলোয়াড়, যিনি ফিফা সেরা খেলোয়াড় খেতাব জিতেছেন। ১৯৯৫ সালে একইসাথে ব্যালেন ডিঅর’র জন্যও ওঠে এসেছিল তার নাম।

দেশটির জাতীয় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৯৮.১ শতাংশ ভোট পড়ে। জর্জের নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসেফ বোয়াকাই পেয়েছেন ৬১.৫ শতাংশ ভোট। জর্জ দেশটির প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফের স্থলাভিষিক্ত হবেন। ১৯৪৪ সালে স্বাধীনতা অর্জনের পর গৃহযুদ্ধ বিপর্যস্ত দেশটিতে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেন এলেন।

গৃহযুদ্ধ অবসানের পর ২০০৫ সালের নির্বাচনে এলনের কাছে পরাজিত হয়েছিলেন জর্জ। ২০০২ সালে খেলা থেকে অবসর নিয়ে লাইবেরিয়ার রাজনীতিতে প্রবেশ করেন জর্জ। দীর্ঘদিন দেশটির সংসদে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সুত্র: বিবিসির সংবাদ।
আজকের বাজার: সালি / ২৯ ডিসেম্বর ২০১৭