বাইরে এসে সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে হাসপাতালে ফিরে গেলেন ট্রাম্প

US President Trump waves from the back of a car in a motorcade outside of Walter Reed Medical Center in Bethesda, Maryland on October 4, 2020. (Photo by ALEX EDELMAN / AFP)

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালের বাইরে এসে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বর্তমানে ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন।

রোববার তিনি টুইট করে সমর্থকদের তাঁর আকস্মিক পরিদর্শনের কথা জানান।
হাসপাতালের বাইরে ট্রাম্পকে গাঢ় রঙের ফেসমাস্ক পরতে দেখা গেছে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং এর পর হাসপাতালে ফিরে যান।

এর আগে টুইটারে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প সমর্থকদে উদ্দেশ্যে বলেন, রাস্তায় বেরিয়ে আসা কিছু দেশপ্রেমিককে আমরা সামান্য অবাক করে দিতে যাচ্ছি।

এদিকে করোনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, সত্যিকারের স্কুলে এসে তিনি করোনা সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন।
তিনি বলেন, এটি সত্যিকারের স্কুল। এটি ‘চলো আমরা বই পড়ি’ এ ধরণের কোন স্কুল নয়।
ট্রাম্পের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
সোমবার তাকে ছেড়ে দেয়া হতে পারে বলেও জানান তারা।