মহাজোটের অধিনে জাপার প্রার্থী ২৯, স্বতন্ত্রভাবে লড়বেন ১৪৩ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি মহাজোট থেকে ২৯টি আসন পেলেও ১৪৩টি আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছে।

রোববার, ৯ ডিসেম্বর বিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে তাদের এ তালিকা জমা দেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে পাওয়া ২৯টি আসনসহ মোট ১৭২টি আসনেই দলীয় প্রতীক ‘লাঙ্গল’ নিয়ে তারা প্রতিযোগিতা করবেন বলে জানা গেছে।

মহাজোটের অধীনে যারা রয়েছেন: রংপুর-৩: হুসেইন মুহম্মদ এরশাদ, ময়মনসিংহ-৪: রওশন এরশাদ, লালমনিরহাট-৩: জিএম কাদের, রংপুর-১: মসিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৩: রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪: আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-১: এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারী, বগুড়া-২: শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩: নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬: নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭: আলতাফ আলী, বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬: নাসরিন জাহান রতনা, পটুয়াখালী-৩: রুস্তম আলী ফরাজী, টাঙ্গাইল-৫: শফিউল্লাহ আল মুনির, ময়মনসিংহ-৮: ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩: মজিবুল হক চুন্নু, ঢাকা-৪: সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬: কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩: লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫: সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪: পীর ফজলুর রহমান মিজবাহ, সিলেট-২: ইয়াহ ইয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২: জিয়াউল হক মৃধা, ফেনী-৩: মাসুদ উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর-২: নোমান এবং চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ।

স্বতন্ত্র বা উন্মুক্ত ১৪৩টি আসনের মধ্যে রয়েছেন: পঞ্চগড়- ১ ও ২, ঠাকুরগাঁও-৩, রংপুর-২ ও ৫, কুড়িগ্রাম-৩ ও ৪, গাইবান্ধা-৩, ৪ ও ৫, দিনাজপুর-১, ২, ৪, ৫ এবং ৬, নীলফামারী-১, লালমনিরহাট-১, জয়পুরহাট-১, বগুড়া-৪ ও ৫, নওগাঁ- ১, ২, ৩, ও ৪, রাজশাহী-২, ৫ ও ৬, নাটোর-১, ২ ও ৩, সিরাজগঞ্জ-৩, পাবনা-১ ও ৫, মেহেরপুর-১ ও ২, কুষ্টিয়া-১ ও ৪, চুয়াডাঙ্গা-১, যশোর-২, ৩, ৪, ৫ ও ৬, খুলনা-১, ৪, ৫ ও ৬, সাতক্ষীরা-১, মাগুরা-১, নড়াইল-১ ও ২, বাগেরহাট-৩ ও ৪, বরগুনা-২, পটুয়াখালী-৩ ও ৪, ভোলা-১ ও ৩ বরিশাল-২ ও ৫, ঝালকাঠি-১ ও ২, পিরোজপুর-১ ও ৭, টাঙ্গাইল-৪ ও ৭, ময়মনসিংহ-৫, ৬, ৭ ও ৯, জামালপর- ১, ২, ৩ ও ৪, শেরপুর-১ ও ৩, নেত্রকোনা-৩, কিশোরগঞ্জ-৬, মানিকগঞ্জ-৩, মুন্সিগঞ্জ-১ ও ৩, ঢাকা-২, ৮, ১০, ১৪, ১৫, ১৭, ১৯ ও ২০, গাজীপুর-৩ ও ৫, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ-১, রাজবাড়ী-১ ও ২, শরীয়তপুর-৩, সুনামগঞ্জ-৫, সিলেট-১, ৩, ৪ ও ৫, মৌলভীবাজার-২, হবিগঞ্জ-১, ২ ও ৩, ব্রহ্মণবাড়ীয়া-৪ ও ৫, কুমিল্লা-১, ২, ৩, ৪, ৯ ও ১১, চট্টগ্রাম- ২, ৪, ৮, ১২ ও ১৪, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি।

তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ