মেলবোর্ন হামলায় নিরাপদে ক্রিকেটাররা

Handout photo issued by Andrew Lund of the scene in Melbourne, Australia, where more than a dozen people have been injured, some seriously, and a man has been arrested after a car collided with pedestrians outside a major train station. PRESS ASSOCIATION Photo. Picture date: Thursday December 21, 2017. The incident outside Flinders Street station in Melbourne occurred at around 5pm local time (6am GMT) on Thursday evening. See PA story POLICE Melbourne. Photo credit should read: Andrew Lund/PA Wire NOTE TO EDITORS: This handout photo may only be used in for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the image or facts mentioned in the caption. Reuse of the picture may require further permission from the copyright holder.

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের ভেন্যু মেলবোর্নে বৃহম্পতিবার হামলা চালিয়েছে এক ব্যক্তি। ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে কমপক্ষে ১৯ জনকে আহত করেছেন হামলাকারী। তবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিরাপদেই আছেন বলেই জানা গেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, মেলবোর্নের ফ্লিনডার্স স্ট্রিট ঘটনার পর সব খেলোয়াড় এবং ম্যানেজম্যান্ট নিরাপদ আছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ও নিরাপদ আছেন।

ওই হামলায় পর নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি হামলাকারী ৩২ বছর বয়সী সাঈদ নুর আফগান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি একজন মানসিক রোগী বলে জানান পুলিশ। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংযোগ নেই বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজকের বাজার: সালি / ২২ ডিসেম্বর ২০১৭