অক্সফামের উপ-প্রধান কর্মকর্তার পদত্যাগ

ছবি : ইন্টারনেট
কর্মীদের যৌন কেলেঙ্কারির ঘটনায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন অক্সফামের উপ-প্রধান কর্মকর্তা পেনি লরেন্স ।

ব্রিটিশ এই দাতব্য সংস্থার উপ-প্রধান কর্মকর্তা  বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, বিষয়টিতে তিনি অন্ত্যন্ত লজ্জিত। পাশপাশি এর পূর্ণ দায় স্বীকার করেই তিনি পদত্যাগ করেন।

২০১১ সালে হাইতিতে ত্রাণকাজের সময় অক্সফামের ভাড়া করা ভবনে কর্মীদের পতিতা নেওয়ার কেলেঙ্কারি সম্প্রতি তদন্তে উঠে এসেছে।  অক্সফাম বিষয়টি ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ আছে।  চলতি সপ্তাহে ব্রিটেনের ‘টাইমস’ পত্রিকা হাইতিতে নিযুক্ত অক্সফামের কান্ট্রি ডিরেক্টর ও কর্মীদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার খবর প্রকাশ করে। এরপর বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮