‘ক্ষমতা ভোগ নয়, মানুষের সেবা করাই এ সরকারের লক্ষ্য’

ক্ষমতা ভোগ নয় বরং মানুষের সেবা করাই এ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধাবার (৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ভোগ নয় বরং মানুষের সেবা করাই এ সরকারের লক্ষ্য। আর্থ সামাজিক ও মানুষের জীবন যাত্রা মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সফল হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কোনো তলাবিহীন ঝুড়ি নয় তা প্রমাণিত হয়েছে। এসডিজি অর্জনের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য উন্নয়নমূলক কর্মকান্ডগুলোর কাজ চলবে বলেও জানান শেখ হাসিনা।

জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই চুক্তি অনুষ্ঠান শুরু হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসাবে সিনিয়র সচিব ও সচিবরা সই করবেন। সিনিয়র সচিব ও সচিবরা চুক্তি সইয়ের পর তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।

আরজেড/