রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছি : মোদী

রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের পররাষ্ট্রনীতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিশ্বে ভারতকে এখন গুরুত্ব দেওয়া হয়।

গত চার বছরে ভারত বাণিজ্য, প্রযুক্তি, দক্ষ প্রশিক্ষণ এবং সন্ত্রাসবাদী পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ভারত বিশ্বকে পরবর্তী প্রজন্মের জন্য শান্তিপূর্ণ করে তুলতে অন্যান্য দেশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

তিনি তার বিদেশ সফরে ভারতের উজ্জ্বলতাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন উল্লেখ করে মোদী বলেন, ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধিই তার প্রমাণ।
২০১৭ সালে ভারতে এক কোটি বিদেশি পর্যটক আসে যা ২০১৪ সালের চেয়ে ৩৩ ভাগ বেশি।

আজকের বাজার/একেএ