শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ রোববার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশও গড়তে সক্ষম হবো।

তিনি বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকে বিষয়টি নিয়ে নানা বিরুপ মন্তব্য করেছেন। বিশেষ করে বিরোধী দলের লোকজন টিটকারী মেরেছিল। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপ নিয়েছে। আমরা সফল হয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের সব মানুষ ভোগ করছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, সরকারের কোন সাফল্যই বিএনপির কাছে ভালো লাগে না। এমনকি নতুন বছরের বই দেওয়া নিয়েও তাঁরা সমালোচনা করে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি বলেন, নতুন বছরের নতুন বই পেয়ে আজকে শিক্ষার্থীরা আনন্দিত, উৎফুল্ল। আগামী নির্বাচনকে সামনে রেখে এই দেশের উন্নয়ন, অগ্রযাত্রা, সম্মান সমৃদ্ধি সব কিছু চিন্তা করে শেখ হাসিনার প্রতি বিশ্বাস রেখে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান আমু।

জেলায় এ বছর মোট এক লাখ ৬৪ হাজার ৩৭৩ জন শিক্ষার্থীকে ৬ লাখ ৫৯ হাজার ২৪৫ পিস নতুন বই দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকে ৬২ হাজার ৮৯২ শিক্ষার্থীকে তিন লাখ দুই হাজার ৮৯৫ পিস এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ এক হাজার ৪৮১ শিক্ষার্থীকে তিন লাখ ৫৬ হাজার ৩৫০ পিস বই বিতরণ করা হবে।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বই উৎসবে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম বক্তব্য রাখেন প্রমূখ। এর আাগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করেন তিনি। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান