সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে গ্রামীনফোন

পুরো সপ্তাহজুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীনফোন লিমিটেড। পুরো সপ্তাহে ৯৬ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকা রেনদেন হয়েছে। ২৬ লাখ ৭৫ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে ।

ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

টপ ট্রেডের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস। কোম্পানিটির ৩৮ লাখ ২৪ হাজার ৪৩৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকা।

ফরচুন সুজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে । প্রতিষ্ঠানটির ১ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৩৭ লাখ ৯ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স। প্রতিষ্ঠানটির ৩ লাখ ৭২ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকা।

ভিএফএস থ্রেড ডায়িং তালিকার পঞ্চম স্থানে রয়েছে । প্রতিষ্ঠানটির ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৫৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৮ লাখ ৫৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বিকন ফার্মাসিউটিক্যালস, মুন্নু সিরামিক, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসেস।

 

আজকের বাজার/মিথিলা