বোয়িং ৪৭ টি ড্রিমলাইনার কিনছে আমেরিকান এয়ারলাইন্স

উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ৪৭টি সেভেন এইট সেভেন মডেলে ড্রিমলাইনার কিনছে আমেরিকান এয়ারলাইন্স।এতে ব্যয় হবে প্রায় ১২শ’ কোটি মার্কিন ডলার।

আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয় , ক্রয় আদেশের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২০ সালের শুরুতেই ৭৮৭-৮এস মডেলের ২২টি উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং। বাকি ২৫টি ৭৮৭-৯এস মডেলের ড্রিমলাইনার সরবরাহ করবে ২০২৩ সালের শুরু থেকে।

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজগুলো কেনার পর আমেরিকান এয়ারলাইনসের বহরে ৭৮৭ এস মডেলের সংখ্যা দাঁড়াবে ৮৯টি। নতুন কেনা উড়োজাহাজগুলোর মূল্য ১ হাজার ২০০ কোটি ডলার হলেও চূড়ান্ত পর্যায়ে তা আরো কমে আসবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যে সংরক্ষণবাদ পদক্ষেপ গ্রহণের মধ্যেই বোয়িং এ ক্রয়াদেশ পেল। ট্রাম্প স্থানীয়ভাবে নির্মিত পণ্যের ওপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন।

আজকের বাজার/আরজেড